গঙ্গার দূষণ রোধে ১০০ কোটি ডলার সহায়তা

বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলোর অন্যতম গঙ্গা নদীকে পরিচ্ছন্ন করতে বিশ্বব্যাংক ভারতকে আগামী পাঁচ বছরে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে রাজি হয়েছে। গতকাল বুধবার নয়াদিল্লিতে বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক বলেন ‘এ ঋণ নদীটিকেই পরিশোধনে ব্যয় করা হবে।’
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ এই নদী শিল্পবর্জ্য ফেলাসহ নানা কারণে ব্যাপকভাবে দূষিত। গঙ্গায় ভারত সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে পয়োনিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া এতে অন্যান্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলে এর পানির বিশুদ্ধতা নিশ্চিত করা হবে বলে জানা গেছে। বিশ্বব্যাংকের এই ঋণ ভারতের ২০২০ সালের মধ্যে গঙ্গা পরিশোধন প্রকল্পের একটি অংশ।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৪০ কোটি মানুষের জীবন-যাপন সরাসরি গঙ্গা নদীর সঙ্গে সম্পৃক্ত। এর দূষণ রোধ করা না গেলে এই বিশাল জনগোষ্ঠীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এর আগে এই নদীটি পরিশোধনের যাবতীয় তত্পরতা ও উদ্যোগ ব্যর্থ হলেও এবার বিশ্বব্যাংক প্রধান বলেন, তিনি এবারের উদ্যোগ বাস্তবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী।

No comments

Powered by Blogger.