৪১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত -কালোবাজারে অস্ত্র বিক্রি
রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোর কালোবাজারে ‘নন-সার্ভিস প্যাটার্ন’ (এনএসপি) অস্ত্র বিক্রি করার অভিযোগে ভারতের ৪১ জন সেনা কর্মকর্তা ও চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্যক্তিগত ব্যবহারের জন্য ভারতীয় সেনা কর্মকর্তারা খুব কম দামে অস্ত্র কারখানা থেকে নাইন এমএম পিস্তল কিংবা দশমিক ৩০ বোল্ট অ্যাকশন রাইফেলের মতো কিছু নিষিদ্ধ অস্ত্র কিনতে পারেন। এ অস্ত্রকে এনএসপি অস্ত্র বলা হয়ে থাকে।
জানা গেছে, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা অস্ত্র অস্ত্রব্যবসায়ীদের একটি চক্রের সহায়তায় কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি গত বুধবার রাজ্যসভায় বলেন, বিদ্যমান বিধি ভঙ্গ করে এনএসপি অস্ত্র বিক্রি এবং জবলপুরের কেন্দ্রীয় অস্ত্রাগারে অস্ত্র ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি অমান্যের দায়ে ৪১ জন সেনা কর্মকর্তা, একজন জেসিও এবং চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্যক্তিগত ব্যবহারের জন্য ভারতীয় সেনা কর্মকর্তারা খুব কম দামে অস্ত্র কারখানা থেকে নাইন এমএম পিস্তল কিংবা দশমিক ৩০ বোল্ট অ্যাকশন রাইফেলের মতো কিছু নিষিদ্ধ অস্ত্র কিনতে পারেন। এ অস্ত্রকে এনএসপি অস্ত্র বলা হয়ে থাকে।
জানা গেছে, বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা অস্ত্র অস্ত্রব্যবসায়ীদের একটি চক্রের সহায়তায় কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি গত বুধবার রাজ্যসভায় বলেন, বিদ্যমান বিধি ভঙ্গ করে এনএসপি অস্ত্র বিক্রি এবং জবলপুরের কেন্দ্রীয় অস্ত্রাগারে অস্ত্র ফেরত দেওয়ার বিজ্ঞপ্তি অমান্যের দায়ে ৪১ জন সেনা কর্মকর্তা, একজন জেসিও এবং চারজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
No comments