এবার জুতো আক্রমণের শিকার হলেন জায়েদি নিজেই
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতো ছুড়ে মেরে খবরের শিরোনাম হয়েছিলেন ইরাকি সাংবাদিক মুনতাজার আল জাইদি। এক বছর পর তিনি নিজেই জুতো আক্রমণের শিকার হলেন। এবার তাঁর দিকে জুতো ছুড়ে মেরেছেন তাঁরই স্বদেশি এক সাংবাদিক। খবর বিবিসি অনলাইনের।
গতকাল মঙ্গলবার প্যারিসে ইরাক যুদ্ধের শিকার সাধারণ মানুষ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন জাইদি। এ সময় তিনি হামলার শিকার হন। তবে বুশের মতোই মাথা নিচু করে আঘাত এড়ান তিনি। জুতোটি তার পিছনের দেওয়ালে লেগে পড়ে যায়।
হামলাকারী ইরাকি সাংবাদিক সাদ্দামের শাসনামলে নির্যাতিত হন এবং দেশ ছাড়তে বাধ্য হন। তিনি জাইদির বিরুদ্ধে ইরাকে একনায়কত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অভিযোগ আনেন।
গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক সফরকালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মুনতাজার আল জাইদি তাঁর দিকে জুতো ছুড়ে মারেন। জুতো ছুড়ে মারার দায়ে তাঁর কয়েক মাস জেলও হয়। তবে এই ঘটনায় গোটা আরব বিশ্বের জনগণের কাছে মুনতাজার একজন জাতীয় বীরে পরিণত হন।
গতকাল মঙ্গলবার প্যারিসে ইরাক যুদ্ধের শিকার সাধারণ মানুষ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন জাইদি। এ সময় তিনি হামলার শিকার হন। তবে বুশের মতোই মাথা নিচু করে আঘাত এড়ান তিনি। জুতোটি তার পিছনের দেওয়ালে লেগে পড়ে যায়।
হামলাকারী ইরাকি সাংবাদিক সাদ্দামের শাসনামলে নির্যাতিত হন এবং দেশ ছাড়তে বাধ্য হন। তিনি জাইদির বিরুদ্ধে ইরাকে একনায়কত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অভিযোগ আনেন।
গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক সফরকালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মুনতাজার আল জাইদি তাঁর দিকে জুতো ছুড়ে মারেন। জুতো ছুড়ে মারার দায়ে তাঁর কয়েক মাস জেলও হয়। তবে এই ঘটনায় গোটা আরব বিশ্বের জনগণের কাছে মুনতাজার একজন জাতীয় বীরে পরিণত হন।
No comments