ঢেউটিনের কাঁচামাল আমদানিতে রাজস্ব ফাঁকির অভিযোগ

ঢেউটিন উত্পাদনের কাঁচামাল জিপি শিট, সিআই শিট ও প্লেন শিট আমদানিতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ সিআর কয়েল উত্পাদনকারী ও রপ্তানিকারক সমিতি (বিসিআরসিএমইএ)।
এর ফলে দেশের ছয়টি বড় ঢেউটিন উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এখন হুমকির মুখে বলেও উল্লেখ করেছে সমিতি।
প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানি ও কাস্টমসের একটি অসাধু চক্রের সঙ্গে যোগসাজশে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে এ ফাঁকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিসিআরসিএমইএ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করে সিআর কয়েল সমিতির একটি প্রতিনিধিদল এসব অভিযোগের কথা জানায়। সমিতির সাধারণ সম্পাদক শেখ আক্তার কামালের নেতৃত্বে এতে কেডিএস স্টিল, এস আলম স্টিল, এপোলো ইস্পাত এবং পিএইচপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক শেখ আক্তার কামাল সাংবাদিকদের জানান, অর্থমন্ত্রী বিষয়টিকে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

No comments

Powered by Blogger.