পিকেএসএফের নতুন সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ
বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং ২০০৭ নোবেল পিস প্রাইজ উইনিং ইউএন ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) দলের একজন সদস্য।
জনাব আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি গবেষণা এবং দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে একুশে পদক লাভ করেন।
বর্তমানে তিনি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) এবং সাউথ এশিয়া রিজিওনাল স্টিয়ারিং কমিটি অব ইমাজিন এ নিউ সাউথ এশিয়ার সভাপতি। তিনি বাংলাদেশ গবেষণা উন্নয়ন পরিষদের (বিআইডিএস) গবেষণা পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন।
জনাব আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি গবেষণা এবং দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে একুশে পদক লাভ করেন।
বর্তমানে তিনি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) এবং সাউথ এশিয়া রিজিওনাল স্টিয়ারিং কমিটি অব ইমাজিন এ নিউ সাউথ এশিয়ার সভাপতি। তিনি বাংলাদেশ গবেষণা উন্নয়ন পরিষদের (বিআইডিএস) গবেষণা পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন।
No comments