নিদাল হাসানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সেনাঘাঁটিতে হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তা মেজর নিদাল মালিক হাসানের বিরুদ্ধে ৩২ জনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে গত বুধবার নিদালের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। এর আগে মার্কিন সেনাবাহিনীর এই মনোরোগ চিকিত্সকের বিরুদ্ধে ১৩ ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিচারের মুখোমুখি দাঁড় করানোর মতো অবস্থা বর্তমানে নিদালের আছে কি না এবং সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর সময় তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, তা পরীক্ষা করা হবে জানিয়ে বিবাদীর আইনজীবীকে নোটিশ দেওয়ার এক দিনের মধ্যে নিদালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হলো।
নিদালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।

No comments

Powered by Blogger.