মাইডাসের সঙ্গে ইউবিআইসিওর চুক্তি স্বাক্ষর

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা করা এবং নতুন শিল্পোদ্যোক্তাদের উত্সাহিত করতে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড সম্প্রতি ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিআইসিও) সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
বিনিয়োগ চুক্তি অনুযায়ী এসএমই খাতকে আরও উন্নত ও গতিশীল করতে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যে ইউবিআইসিও মাইডাস ফাইন্যান্সিংকে নিয়মিত অর্থায়ন করবে।
মাইডাসের ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাইডাসের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, ইউবিআইসিওর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আকবর, মাইডাসের এমডি (চলতি দায়িত্ব) শফিক-উল-আজম, মহাব্যবস্থাপক মো. আতিয়ার রহমান আনছারী, কোম্পানি সচিব মো. দীন ইসলাম মিঞা, ইউবিআইসিওর ঊর্ধ্বতন ব্যবস্থাপক মামলুক হোসেন, উপব্যবস্থাপক ফয়সাল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউবিআইসিওর এমডি এস এম আকবর মাইডাসের এমডি শফিক-উল-আজমের কাছে দুই কোটি টাকার চেক হস্তান্তর করেন।

No comments

Powered by Blogger.