জাফরুল্লাহর বিরুদ্ধে ফের আদালত অবমাননার অভিযোগ
মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। তিনজন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশের দুজন সংগঠক তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগটি দাখিল করেন অভিযোগকারীদের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। আইনজীবী জানান, আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনাল-২ গত ১০ই জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয়ার পর আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে সংশ্লিষ্ট বিচারকদের সম্পর্কে কটূক্তি করেন। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে এমন কিছু কথা বলেছেন, যাতে আদালত অবমাননাকর উপাদান আছে। তাই তার বিরুদ্ধে নালিশকারীরা এ অভিযোগ এনেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় জানায়, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, আলী আজগর ও শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও সংগঠক এফ এম শাহীনের পক্ষে এ অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়েছে। বাংলাদেশে বসবাসরত বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বক্তব্য দেয়ায় গত ১০ই জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাবাস দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে পুলিশি প্রহরায় এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা অবস্থান করিয়ে এ দণ্ড কার্যকর করা হয়। আদেশে এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও ডা. জাফরুল্লাহ চৌধুরী জরিমানার অর্থ পরিশোধ করবেন না জানিয়ে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দারস্থ হন। গত ১৬ই জুন আপিল বিভাগের চেম্বার আদালত তার অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ৫ই জুলাই ওই আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। এদিকে জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ১৮ই জুন ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২। পরে তা প্রত্যাহারও করা হয়।
No comments