গুঞ্জন শুনি
পাকিস্তানি দর্শকদের প্রতি আলাদা দৃষ্টি রয়েছে বলিউড নির্মাতাদের। তাই ছবি মুক্তির তালিকায় পাকিস্তান দেশটির প্রতি মমত্ববোধ যেন একটু বেশিই। যদিও তার পুরোটাই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে। শাহরুখ খান, আমির খান ও সালমান খান- তিন সুপারস্টারই পাকিস্তানের দর্শক টানতে ব্যাকুল। সে ধারাবাহিকতায় আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত সালমান খানের নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ও পাকিস্তানে মুক্তি দেয়া হচ্ছে। কিন্তু তার আগেই বাধে বিপত্তি। পাকিস্তান বলে কথা। সেখানে ছবি মুক্তি দেবেন, আর বিতর্কের আশা করবেন না, এটা ভাবা ভুল। এমনিতেই ছবির নাম নিয়ে বেশ অস্বস্তিতে আছেন সালমান। তার মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা-এর মতো আরেক পাকিস্তানি গায়ক হুমকি দিয়ে বসল।
পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবরি সালমন খানসহ ছবির নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন। সাবারির দাবি, এ ছবিতে ব্যবহৃত ‘ভর দো ঝোলি’ গানটির ওপর তাদের পরিবারের স্বত্ব রয়েছে। সাবরিদের অনুমতি না নিয়েই গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে। এজন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। বিষয়টি কিন্তু একেবারে হালকা করে দেখার মতো নয়। সাবারির এ হুমকিতে বেশ টনক নড়েছে বজরঙ্গি ভাইজান পরিবারের। তার দাবি যদি সত্যি হয় তাহলে ব্যাপক অংকের অর্থ গুনতে হবে প্রযোজককে। দেশটি যেহেতু পাকিস্তান, তাই এর শেষ দেখে ছাড়বেনও তারা। এমন উদাহরণ আগেও দেখা গেছে। সালমান অবশ্য এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি। বিতর্ক না থাকলে কী আর ছবি জমে। বিষয়টি তাই আপাতত উপভোগ করার চেষ্টা করছেন এ বলিউড লাভবার্ড।
No comments