ফ্রোইস-ইউকিরিন দুই রোবটের বিয়ে
ফ্রোইস
এবং ইউকিরিন। না, কোন মানুষের নাম নয়। এরা রোবট। এখন তারা দম্পতি। জাপানের
রোবট ইতিহাসে প্রথমবারের মতো এ দুটি রোবটের মধ্যে বিয়ে হলো জাপানে। হাইটেক
জাপানের রাজধানী টোকিওতে গত শনিবার তারা একে অন্যকে চুমু বিনিময়ের মাধ্যমে
বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। এতে বলা হয়,
সুন্দর করে সাজিয়ে রাখা হয় বর ও বরযাত্রীদের। তার আগে কনেকে পরানো হয় সাদা
দীর্ঘকায় পোশাক। এ রোবট দম্পতির মধ্যে ফ্রোইস হলো বর। কনে ইউকিরিন। এর
মধ্যে ফ্রোইসের চেহারা যান্ত্রিক। তাতে মানবীয় অঙ্গ প্রত্যঙ্গ তেমন
পরিষ্কার নয়। তবে দুটি হাত বোঝা যায় পরিষ্কার। আছে মাথা। চোখ। অন্যদিকে
ইউকিরিন পরিপাটি সাজানো একটি কনে। মানুষের গঠনের সঙ্গে হুবহু মিলে যায়।
প্রথম দর্শনেই কেউ বুঝে উঠতে পারবেন না যে, সে রোবট। তো বিয়ের অনুষ্ঠানে
ফ্রোইস তার মুখ থেকে একটি সিলভার ডিস্ক প্রসারিত করে এগিয়ে ধরে ইউকিরিনের
উদ্দেশে। ইউকিরিন তাতে চুমু দিয়ে তাদের বিবাহকে সম্মতি দেয়। পিপার নামে
একটি সংস্থা এই বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় একশ
অতিথি। এখানে উল্লেখ্য, এ সংস্থাটি সমপ্রতি সফটব্যাংক নামে একটি রোবট চালু
করেছে যে অনুভূতি বুঝতে পারে। বর-কনের বিয়ের পরে সেখানে শুরু হয় বিয়ে
পার্টি। অনুষ্ঠিত হয় রোবটের নাচ। আয়োজন করা হয় বুফে ও কেন পরিবেশন। এ বিয়ের
পরিকল্পনা করেন মেওয়া ডেনকি।
No comments