গাজীপুরে স্পিনিং মিলে অগি্নকা-, ৩ শ্রমিক আহত
গাজীপুরে শ্রীপুরের একটি স্পিনিং মিলে বুধবার বিকেলে ভয়াবহ অগি্নকা-ের ঘটনা ঘটেছে। এতে মেশিনপত্র, তুলা ও সুতাসহ পুরো ফ্যাক্টরিটিই পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিন শ্রমিক আহত হয়েছে।
মিল কতর্ৃপরে দাবি, অগি্নকা-ে পাঁচ কোটি টাকারও বেশি তি সাধন হয়েছে। এলাকাবাসী ও ফ্যাক্টরির শ্রমিকরা জানায়, বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার আলহামদুলিলস্নাহ স্পিনিং মিলে উৎপাদন কাজ চলছিল । বিকেল ৩টার দিকে ফ্যাক্টরির মোল্ডিং মেশিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় মেশিনের পাশে রাখা তুলা ও সুতায় আগুন লেগে যায়। ফ্যাক্টরির বিভিন্ন স্থানে থাকা তুলা, সুতা ও ডাস্টে আগুন লেগে গেলে মুহূর্তেই আগুন পুরো ফ্যাক্টরি ও গুদামে ছড়িয়ে পড়ে তা ভয়াবহ আকার ধারণ করে। এ সময় ফ্যাক্টরির শ্রমিক ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে।
No comments