অহেতুক কৌতুক
স্কুলে ইতিহাস পরীক্ষায় ব্যাপক টোকাটুকি চলছে। যে যেভাবে পারে অন্যেরটা দেখে লিখছে। এক ছাত্র লিখল, শাহজাহান দুঃসময়ে ভাঙিয়া পড়িতেন না।
পেছনের বেঞ্চের ছাত্র সেটা দেখে লিখতে গিয়ে লিখল, শাহজাহান দুঃসময়ে জাঙিয়া পরিতেন না।
পেছনের বেঞ্চের ছাত্র সেটা দেখে লিখতে গিয়ে লিখল, শাহজাহান দুঃসময়ে জাঙিয়া পরিতেন না।
পল্টু কোনো দিন পড়া পারে না। কিন্তু সেদিন হঠাৎ জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পড়া ধরায় হাত তুলল সে।
স্যার: আরে বাহ্। পল্টু বল তো সালোকসংশ্লেষণ কাকে বলে?
পল্টু: (মাথা চুলকে) স্যার পড়ে এসেছি। কিন্তু মনে পড়ছে না।
স্যার: কতটা মনে আছে?
পল্টু: স্যার, শেষের দিকটা।
স্যার: ঠিক আছে। শেষের দিকটাই বল।
পল্টু: একেই সালোকসংশ্লেষণ বলে।
স্যার: আরে বাহ্। পল্টু বল তো সালোকসংশ্লেষণ কাকে বলে?
পল্টু: (মাথা চুলকে) স্যার পড়ে এসেছি। কিন্তু মনে পড়ছে না।
স্যার: কতটা মনে আছে?
পল্টু: স্যার, শেষের দিকটা।
স্যার: ঠিক আছে। শেষের দিকটাই বল।
পল্টু: একেই সালোকসংশ্লেষণ বলে।
No comments