পীরগঞ্জ ও ধুনটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা ও দিনাজপুর জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মেরাজুল ইসলাম (৩৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছে।
মোটরসাইকেলে দিনাজপুরে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ-দিনাজপুর সড়কের বাজনাহার এলাকায় মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মেরাজুল গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত শনিবার রাতে তিনি মারা যান।
এ ছাড়া বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লিটন শেখ (২৮) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে চাকরির সন্ধানে লিটন ঢাকায় যান। ঢাকা থেকে বুধবার বিকেলে বাসে করে বাড়ি ফেরার পথে টাঈাইল বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাঁকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
এ ছাড়া বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লিটন শেখ (২৮) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে চাকরির সন্ধানে লিটন ঢাকায় যান। ঢাকা থেকে বুধবার বিকেলে বাসে করে বাড়ি ফেরার পথে টাঈাইল বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাঁকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
No comments