নৌবাহিনীর নতুন প্রধান ফরিদ হাবিব
রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করবেন। ওই দিনই তাঁকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গতকাল রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএস পিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন মুহাম্মদ ফরিদ হাবিব। জহির উদ্দিন আহমেদ ২৮ জানুয়ারি অবসরে যাবেন। চার বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন। ২৮ জানুয়ারি তাঁর মেয়াদ চার বছর পূর্ণ হবে।
মুহাম্মদ ফরিদ হাবিবের জন্ম ১৯৫৯ সালে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি সাবেক উপসচিব মরহুম মোহাম্মদ আলীর ছোট ছেলে।
ফরিদ হাবিব ১৯৭৬ সালের ৮ জুলাই বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন।
মুহাম্মদ ফরিদ হাবিবের জন্ম ১৯৫৯ সালে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি সাবেক উপসচিব মরহুম মোহাম্মদ আলীর ছোট ছেলে।
ফরিদ হাবিব ১৯৭৬ সালের ৮ জুলাই বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন।
No comments