উপেক্ষিত জাতীয় ঐতিহ্য- শুরু হয়েছে বিপিএল
ক্ষমতায় এখন আওয়ামী লীগ। অতএব দেশে লীগের প্রাধান্য বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও হচ্ছে একের পর এক লীগ। ছাত্রলীগ, যুবলীগের কীর্তির কথা তো সবাই জানে, তার ওপর কদিন আগে শেষ হয়ে গেল জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ।
আর বি-লিগ তো চলছেই। এবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ওরফে বিপিএল। ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগের অঙ্গসংগঠন হলেও এই লিগগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তার পরও বিরোধী দল যদি সরকারবিরোধী অবস্থান নেয়, তবে কেউ অবাক হবে না। মুরগির কাজ ডিম পাড়া, সরকারের কাজ বিরোধী দল দমন করা আর বিরোধী দলের কাজ সরকারবিরোধী আন্দোলন করা। যা-ই হোক, আমরা লিগে ফিরে আসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ওরফে বিপিএল এখন ঢাকাসহ বেশ কয়েকটি ভেন্যুতে মহাসমারোহে চলছে। শীতকালে আমাদের দেশে অতিথি পাখি আসে। এবার অতিথি পাখির পাশাপাশি এসেছেন অতিথি খেলোয়াড়েরাও। বিভিন্ন দলে খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের অনেকেই হয়তো বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহ্য সম্পর্কে খুব বেশি অবগত নন। বাংলাদেশে এমন কিছু ব্যাপার আছে, যা পৃথিবীর আর কোথাও নেই। যে কারণে কবি লিখেছেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’ এ কথার সার্থকতা বিদেশিদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষ চাইলে উদ্বোধনী অনুষ্ঠানেই সে রকম অদ্বিতীয় কিছু ব্যাপার উপস্থাপন করতে পারত। যেমন—লাঠিখেলা। বাংলাদেশের বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যটি একমাত্র পুলিশ সদস্যরাই ধরে রেখেছেন। পুলিশের লাঠিখেলা দেখে বিদেশি খেলোয়াড়েরা বিমল আনন্দ উপভোগ করতে পারতেন। এ ছাড়া পুলিশের কাছে রয়েছে অদ্বিতীয় নতুন সংযোজন পেপার স্প্রে। উন্নত বিশ্বে অনেক আগে নিষিদ্ধ হলেও বাংলাদেশের পুলিশ মনের আনন্দে এই স্প্রে ব্যবহার করছে। নিষিদ্ধ কিছু দেখার প্রতি সবারই বেশ আগ্রহ থাকে। বাংলাদেশে খেলতে আসা বিদেশি খেলোয়াড়েরাও এই পেপার স্প্রে এবং এর ব্যবহার দেখে যেতে পারতেন। তা ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করত পেপার স্প্রে ডিসপ্লে কিংবা লাঠিখেলা। কিন্তু তা না করে বিদেশ থেকে নাচ-গান করার জন্য শিল্পীদের ডেকে আনল কর্তৃপক্ষ। কোনো মানে হয়? আরে ভাই, আতিফ আসলামের গান তো মানুষ অনেক দেখেছে, পেপার স্প্রে মারা দেখেছে কয়জন? আসলে কর্তৃপক্ষ দেশের সাম্প্রতিক বিষয় সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তবে উদ্বোধনী অনুষ্ঠানে এসব জাতীয় ঐতিহ্য উপেক্ষিত হলেও আশা করি সমাপনী অনুষ্ঠানে এ ব্যাপারগুলো নিয়ে কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তাভাবনা করবে।
No comments