রাজশাহীর ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীর পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই লৰ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাজশাহীতে গিয়েছেন।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। শিবির কর্মীরা অতর্কিত এক তরফা হামলা চালালে ছাত্ররা পুলিশের সহায়তা চেয়েছিল, কিন্তু তারা সহায়তা করেনি এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবহেলা থাকলে অবশ্যই তার জন্য জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তদনত্ম করে দেখা হবে।
No comments