যৌনকর্মী রাইমা সেন!
বলিউড এবং টালিউড নিয়ে ইদানিং খুব ব্যস্ত
সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি পরিচালক অরুন কুমার
চৌধুরীর সিনেমা ‘নো রুলস নো ফুলস’ এ চুক্তিবদ্ধ হয়েছেন রাইমা।
এ ছবিতে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। সিনেমাটিতে আরো আছেন বিনয় পাঠক, সৌরভ শুক্লা এবং মুগ্ধা।
রাইমা
এ ছবিটির চরিত্র নিয়ে বলেন, ‘রুবিনা চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এই প্রথম
এমন চরিত্রে অভিনয় করছি। গল্পটা অনেক ইমোশনাল। দর্শক অনেক পছন্দ করবে বলে
আশা করছি।’
রাইমা সেন সম্পর্কে পরিচালক অনিল বলেন, ‘রাইমা অনেক মেধাবী অভিনেত্রী। সে কাজের প্রতি অনেক আগ্রহী। নো রুলস নো ফুলস সিনেমার রুবিনা একটি বাঙালি মেয়ের চরিত্র। যে কিনা একটি ক্যাসিনোতে যৌনকর্মীর কাজ করে। চরিত্রটির জন্য রাইমা একদম মানানসই। সে অনেক ভালো অভিনয় করেছে।’
সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘নো রুলস নো ফুলস’ একটি কমেডি সিনেমা। এখানে ত্রিপাঠি নামে একজন লেখককে দেখা যাবে। যিনি লেখালেখি করেই জীবিকা চালান। একদিন তার স্ত্রী তাকে অপমান করলে, সে ঘর ছেড়ে একটি ক্যাসিনোতে চলে যায়। সেখানে তার সাথে রুবিনা নামের একজন যৌনকর্মীর পরিচয় হয়। রুবিনা তাকে তার স্ত্রীর কাছে ফিরে যেতে বলে এবং লেখালেখিতে মনোযোগ দিতে বলে। পরবর্তীতে ঐ লেখক রুবিনাকে নিয়ে গল্প লেখে এবং তার লেখা হিট হয়। সিনেমাটির গল্প মূলত এ ধরণের।
রাইমা সেন সম্পর্কে পরিচালক অনিল বলেন, ‘রাইমা অনেক মেধাবী অভিনেত্রী। সে কাজের প্রতি অনেক আগ্রহী। নো রুলস নো ফুলস সিনেমার রুবিনা একটি বাঙালি মেয়ের চরিত্র। যে কিনা একটি ক্যাসিনোতে যৌনকর্মীর কাজ করে। চরিত্রটির জন্য রাইমা একদম মানানসই। সে অনেক ভালো অভিনয় করেছে।’
সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘নো রুলস নো ফুলস’ একটি কমেডি সিনেমা। এখানে ত্রিপাঠি নামে একজন লেখককে দেখা যাবে। যিনি লেখালেখি করেই জীবিকা চালান। একদিন তার স্ত্রী তাকে অপমান করলে, সে ঘর ছেড়ে একটি ক্যাসিনোতে চলে যায়। সেখানে তার সাথে রুবিনা নামের একজন যৌনকর্মীর পরিচয় হয়। রুবিনা তাকে তার স্ত্রীর কাছে ফিরে যেতে বলে এবং লেখালেখিতে মনোযোগ দিতে বলে। পরবর্তীতে ঐ লেখক রুবিনাকে নিয়ে গল্প লেখে এবং তার লেখা হিট হয়। সিনেমাটির গল্প মূলত এ ধরণের।
No comments