আমি একই সঙ্গে আনন্দিত ও ব্যথিত
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘এই রায়ে আমি একইসঙ্গে আনন্দিত ও ব্যথিত।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের খবর শুনে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাপেং ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মিজানুর রহমান এ কথা বলেন। বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১২ এর প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিজানুর রহমান বলেন, ‘আমি আনন্দিত। দীর্ঘদিন ধরে আমাদের দেশে দায়হীনতার সংস্কৃতি চলে আসছিল। এ রায়ের মাধ্যমে সেটার অবসান ঘটল। আর ব্যথিত এ জন্য যে, একজন ঘৃণ্য অপরাধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলে গেল।’
মিজানুর রহমান বলেন, ‘আমি আনন্দিত। দীর্ঘদিন ধরে আমাদের দেশে দায়হীনতার সংস্কৃতি চলে আসছিল। এ রায়ের মাধ্যমে সেটার অবসান ঘটল। আর ব্যথিত এ জন্য যে, একজন ঘৃণ্য অপরাধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলে গেল।’
No comments