কাচিন বিদ্রোহীদের অভিযোগ-অস্ত্রবিরতি লঙ্ঘন করছে সেনারা
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের বিদ্রোহী অধ্যুষিত এলাকার ওপর সেনাবাহিনী আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেসিডেন্ট থেইন সেইনের নির্দেশে গত শনিবার ভোর থেকেই ওই এলাকায় অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা।
এর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিদ্রোহীদের পক্ষ থেকে হামলার অভিযোগ পাওয়া গেল।
কাচিন ইনডিপেনডেনস অর্গানাইজেশনের (কেআইও) সামরিক শাখা কাচিন ইনডিপেনডেনস আর্মির (কেআইএ) থাইল্যান্ড-ভিত্তিক মুখপাত্র কর্নেল জেমস লুম দাও বলেন, প্রেসিডেন্টের নির্দেশ সত্ত্বেও সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে। গতকালও দিনব্যাপী লা জা ইয়াং ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে তাঁদের ওপর স্থল ও বিমান হামলা হয় বলে জানান লুম দাও।
নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় একটি সূত্র হামলার সত্যতা নিশ্চিত করেছে। সূত্র জানায়, লাইজা এলাকায় কেআইএর একটি শক্ত ঘাঁটিতে সেনাবাহিনী হামলা চালায়। প্রেসিডেন্ট হামলা বন্ধের নির্দেশ ছাড়াও শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি গত শুক্রবার মিয়ানমারের পার্লামেন্ট লড়াই বন্ধ ও অস্ত্রবিরতি আলোচনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রায় ১৭ বছর অস্ত্রবিরতির পর ২০১১ সালে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে লড়াই শুরু করে কাচিনের বিদ্রোহীরা। সূত্র : রয়টার্স।
কাচিন ইনডিপেনডেনস অর্গানাইজেশনের (কেআইও) সামরিক শাখা কাচিন ইনডিপেনডেনস আর্মির (কেআইএ) থাইল্যান্ড-ভিত্তিক মুখপাত্র কর্নেল জেমস লুম দাও বলেন, প্রেসিডেন্টের নির্দেশ সত্ত্বেও সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে। গতকালও দিনব্যাপী লা জা ইয়াং ছাড়াও রাজ্যের অন্যান্য স্থানে তাঁদের ওপর স্থল ও বিমান হামলা হয় বলে জানান লুম দাও।
নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় একটি সূত্র হামলার সত্যতা নিশ্চিত করেছে। সূত্র জানায়, লাইজা এলাকায় কেআইএর একটি শক্ত ঘাঁটিতে সেনাবাহিনী হামলা চালায়। প্রেসিডেন্ট হামলা বন্ধের নির্দেশ ছাড়াও শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি গত শুক্রবার মিয়ানমারের পার্লামেন্ট লড়াই বন্ধ ও অস্ত্রবিরতি আলোচনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রায় ১৭ বছর অস্ত্রবিরতির পর ২০১১ সালে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে লড়াই শুরু করে কাচিনের বিদ্রোহীরা। সূত্র : রয়টার্স।
No comments