৭০ কিমি যানজট মেঘনা সেতু মেরামত তিন ঘণ্টা বিলম্বিত- মেঘনা-গোমতী সেতুর কাজ শুরু করাই যায়নি
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর মেরামত কাজ দীর্ঘ যানজটের কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা সম্ভব হয়নি। ফলে মহাসড়কে আটকে রয়েছেন হাজারো যাত্রী।
দাউদকান্দি, গজারিয়া ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে সেতু দুটিতে মেরামতকারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা একদিকে গাড়ি চলাচল বন্ধ রেখে লাইট লাগানোর ফলে রাত ৩টা থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে গজারিয়া হয়ে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসা পর্যন্ত ৭০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে মেঘনা সেতুর মেরামত কাজ শুরু হলেও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ এখন পর্যন্ত শুরু করতে পারেনি। কাঁচপুর থানা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পূর্বাঞ্চলগামী সব প্রকার যানবাহন শুক্রবার ভোর ৪টায় বন্ধ করে দেয়া হয়। অতিরিক্ত গাড়ির চাপ আর মেঘনা সেতু দিয়ে ধীর গতিতে যান চলাচলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, চার দিন সেতু বন্ধ থাকবে এটা ভেবে অতিরিক্ত মালবোঝাই ট্রাক আর কাভার্ড ভ্যানের ‘কার আগে কে যাবে’ প্রতিযোগিতা ও লাইন ভঙ্গের কারণে যানজট লেগেছে। দুটি সেতুতে রাতে একদিক বন্ধ করে লাইট লাগানোর ফলে অতিরিক্ত গাড়ির চাপ, অন্যদিকে সেতুর ওপর দিয়ে ধীর গতিতে যান চলাচলের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মাঝপথে গাড়িগুলোকে মেঘনা সেতু পার হতে না দিয়ে মেঘনা-গোমতী সেতু দিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে। যানজট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ ও গজারিয়া, ময়নামতি হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চান্দিনা থেকে দাউদকান্দি পর্যন্ত হাজার যাত্রী আটকে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। এসআলম পরিবহনের যাত্রী আঃ খালেক বলেন, রাত ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে এসে মেঘনা-গোমতী সেতুর কাছে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বসে আছি। এ ব্যাপারে টোল আদায়কারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আরাফাত হোসেন জানান, মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর মেঘনা সেতুর কাজ শুরু করা সম্ভব হলেও মেঘনা- গোমতী সেতুর ওপর যানবাহন থাকায় বিকেল ৫টা পর্যন্ত সেতু মেরামতের কাজ শুরু করা সম্ভব হয়নি।
No comments