আবার এ্যাকশন চরিত্রে
আবার এ্যাকশন চরিত্রে ফিরে এসেছেন চীনা অভিনেতা জ্যাকি চ্যান। এবার তাকে দেখা যাবে ‘সিজি টুয়েলভ : চাইনিজ জোডিয়াক’ নামক ছবিতে; যেখানে তিনি দুর্ধর্ষ কিছু দৃশ্যে অভিনয় করেছেন।
এ ছবিতে বরাবরের মতো অ্যাকশন দৃশ্যগুলোয় কোন স্টান্টম্যান ব্যবহার না করে, নিজেই অভিনয় করেছেন জ্যাকি। এগুলোর মধ্যে ছিলো একপাল হিংস্র কুকুর এর ধাওয়া খেয়ে দৌড়ানোসহ, অস্ট্রেলিয়ার আগ্নেয়গিরি মাউন্ট ইয়াসুরের জ্বালামুখ থেকে ভেতরে ঝাঁপিয়ে পড়া।আগ্নেয়গিরির ঐ দৃশ্যটি নিয়ে জ্যাকি বলেন, আমি যখন আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছাই, তখন আমার মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিলো। আর তা হলো ‘ওয়াও’। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আমি আগ্নেয়গিরিটির ব্যাপারে আগে থেকেই অনেক কিছু পড়েছিলাম। কিন্তু ফুটন্ত লাভায় ফেটে যাওয়া পাথরের ‘বুম বুম’ শব্দ- ওই অভিজ্ঞতা আসলেই তুলনাহীন। - সুত্র : টাইমস অফ ইন্ডিয়ার।
No comments