সিলেটে অর্থমন্ত্রী-তেলের দাম নিয়ে খালেদার হরতাল উন্মাদের সিদ্ধান্ত
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার ১৮ দলের হরতাল ডাকাকে 'উন্মাদের সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, 'বাংলাদেশের বিরোধী দল অসম্ভব দায়িত্বহীন।
তারাও ক্ষমতায় ছিল। তারা জানে সরকার কিভাবে চলে। জ্বালানি তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে খালেদা জিয়ার হরতালের কর্মসূচি উন্মাদের সিদ্ধান্ত।'
গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বিভাগীয় স্কাউট সম্মেলনের উদ্বোধনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দামের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম। পাশের দেশ ভারতে তেলের দাম বেশি থাকায় বাংলাদেশ থেকে তেল পাচার হয়ে যায়। সিলেট আঞ্চলিক স্কাউটসের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি হাবীবুল আলম বীরপ্রতীক, নর্থইস্ট ইউনিভার্সিটির উপদেষ্টা এ কে মুবিন, রূপালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আঞ্চলিক স্কাউটস সমাবেশের প্রধান বিরাজ মাধব চক্রবর্তী মানস প্রমুখ।
পরে অর্থমন্ত্রী গোলাপগঞ্জ পৌরসভায় পৃথক অনুষ্ঠানেও বক্তব্য দেন।
গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে বিভাগীয় স্কাউট সম্মেলনের উদ্বোধনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দামের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম। পাশের দেশ ভারতে তেলের দাম বেশি থাকায় বাংলাদেশ থেকে তেল পাচার হয়ে যায়। সিলেট আঞ্চলিক স্কাউটসের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি হাবীবুল আলম বীরপ্রতীক, নর্থইস্ট ইউনিভার্সিটির উপদেষ্টা এ কে মুবিন, রূপালী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আঞ্চলিক স্কাউটস সমাবেশের প্রধান বিরাজ মাধব চক্রবর্তী মানস প্রমুখ।
পরে অর্থমন্ত্রী গোলাপগঞ্জ পৌরসভায় পৃথক অনুষ্ঠানেও বক্তব্য দেন।
No comments