দিল্লিতে ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
তীব্র শৈত্যপ্রবাহের কারণে ভারতের রাজধানী দিল্লির সব স্কুল আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার গত ৪৪ বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিল্লিতে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ১৯৬৯ সালের পর গতকালই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৮ ডিগ্রি কম। তাপমাত্রা কমে যাওয়ার কারণে দিল্লি প্রশাসন শিক্ষা অধিদপ্তরের অধীন সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
প্রচণ্ড কুয়াশার কারণে ট্রেন ও বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। কুয়াশায় বিমানের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ৫০ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড ঠাণ্ডায় ভারতজুড়ে এবার অন্তত ১২৯ জন মারা গেছে।
এদের বেশির ভাগই মারা গেছে উত্তর প্রদেশসহ দেশটির উত্তরাঞ্চলে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুস্তান টাইমস।
প্রচণ্ড কুয়াশার কারণে ট্রেন ও বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। কুয়াশায় বিমানের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে এবং প্রায় ৫০ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড ঠাণ্ডায় ভারতজুড়ে এবার অন্তত ১২৯ জন মারা গেছে।
এদের বেশির ভাগই মারা গেছে উত্তর প্রদেশসহ দেশটির উত্তরাঞ্চলে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুস্তান টাইমস।
No comments