আহরণ

ঘুষের জন্য মৃত্যুদ- চীনের একটি আদালত ৭৫ লাখ ডলার ঘুষ গ্রহণের দায়ে একজন প্রাদেশিক নেতাকে মৃত্যুদ- দিয়েছে। আদালত জিয়াংজি-এ প্রাদেশিক সরকারের সহকারী মহাসচিব উ ঝিমিংকে মৃত্যুদ- দিয়েছে।
জানা গেছে, দু’বছর মুলতবি রাখার পর উ ঝিমিংয়ের মৃত্যুদ- কার্যকর করা হবে।

Ñআইএইচটি, ২০ ডিসেম্বর ২০১২
সোমালীয় উদ্বাস্তু

কেনিয়া সরকার সীমান্তের এপাশে উদ্বাস্তু শিবিরে যোগাযোগের জন্য সোমালীয় উদ্বাস্তুদের নির্দেশ দিয়েছে। কেনিয়া সরকার ঘোষণা করেছে, তারা সোমালীয় উদ্বাস্তুদের আর তালিকা না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শহরাঞ্চলে উদ্বাস্তুদের নিবন্ধন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Ñআইএইচটি, ২০ ডিসেম্বর ২০১২

No comments

Powered by Blogger.