এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় বন্দর থানার ওসি প্রত্যাহার
বন্দর থানায় বিস্ফোরণে এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে নেয়া হয়।
গত ১৩ ডিসেম্বর বিস্ফোরণে অগ্নিদগ্ধ এসআই শাহাজাহান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগে শাহাজাহান পরিবারের কাছে তার মৃত্যুর জন্য থানার ওসি ও সেকেন্ড অফিসারকে দায়ী করে বক্তব্য দেয়। এদিকে নিহতের পরিবার ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। মামলাটির তদন্তভার বৃহস্পতিবার থেকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, নূর মোহাম্মদকে প্রত্যাহার করে নেয়ার পর সেখানে ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
No comments