পরিচালনা আর অভিনয়ে ফেরদৌস ওয়াহিদ
প্রথম ছবি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করলেন পপ তারকাখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ‘কুসুমপুরের গল্প’ ছবিতে ফেরদৌস ওয়াহিদকে কলকাতার প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘“কুসুমপুরের গল্পে” আমার চরিত্রের নাম দিগন্ত আচার্য। কলকাতার প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ী। স্ত্রীর অকালমৃত্যুর পর দিগন্ত আচার্য অস্বাভাবিক জীবযাপন করতে শুরু করেন। এরপর ঘটতে থকবে বিভিন্ন ঘটনা।’ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘চলচ্চিত্রে আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা অনেক চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি শতভাগ ফুটিয়ে তুলতে। চরিত্রটি আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও, বাস্তবে ততটা খারাপ নয়। আমার চরিত্রটির পেছনে অনেক বড় ট্র্যাজেডি আছে। যেটা পুরো ছবিটি না দেখলে বুঝা সম্ভব হবে না।’
‘কুসুমপুরের গল্প’ ছবির মুক্তির বিষয়ে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘এ বছরের মার্চে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এখন ছবিটির ডাবিং চলছে। সামনের মাসে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব।’
উল্লেখ্য, ‘কুসুমপুরের গল্প’ ফেরদৌস ওয়াহিদের নির্দেশনায় প্রথম চলচ্চিত্র হলেও, ১৯৯৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন।
No comments