ভারতে আসছে আকাশ-৩ ট্যাবলেট
আকাশ-১ ও আকাশ-২ চীন, না ভারতের তৈরি—এই বিতর্কের মধ্যেই এবার ভারতে আসছে বিশ্বের সবচেয়ে কম দামি ট্যাবলেট কম্পিউটার আকাশ-৩। আগামী মাসেই আসছে এ ট্যাবলেট।
তবে এটি তৈরি হয়েছে ভারতে। নির্মাতা সংস্থা আইআইটি মুম্বাইয়ের অধ্যাপক দীপ বি পাঠক এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই অত্যাধুনিক ট্যাবলেট কম্পিউটারে থাকছে দ্রুত কাজ করতে সক্ষম প্রসেসর, যা অ্যান্ড্রয়েড ও লিনাক্স দুটি প্ল্যাটফরমেই কাজ করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা ট্যাবলেটটি ফোন হিসেবে ব্যবহার করতে পারে; এর জন্য থাকবে সিম সংযোগের সুযোগ। এ ছাড়া থাকছে বেশি তথ্য ধারণের সুবিধা।প্রথম পর্যায়ে ভারত সরকার ৫০ লাখ আকাশ-৩ ভর্তুকি দিয়ে সস্তায় বিক্রি করবে ছাত্রছাত্রীদের মধ্যে। দাম পড়বে প্রতিটি এক হাজার ১৩০ রুপি করে। যদিও সরকারকে কিনতে হবে দুই হাজার ২৬৩ রুপি মূল্যে।
—অমর সাহা, কলকাতা
No comments