কবিতা
নববর্ষ অমিত কুমার কু-
দেখতে দেখতে চলেই গেলোএকটি বছর ভালো
এবার নতুন বর্ষে তোমরা
জয়ের প্রদীপ জ্বালো।
অতীত দিনের ভুলগুলো সব
ধুয়ে মুছে ফেলে
ভবিষ্যতের জন্য নাম
আশার প্রদীপ জ্বেলে।
বর্তমানের শুভ কাজে
ভবিষ্যতে জিতবে
বাংলাদেশের সব শিশুদের
সকল আশা মিটবে।
শীতের বুড়ি
মঞ্জুর রহমান বাবু
শীতের বুড়ি ফুলের কুঁড়ি
শীতল চাদর গায়ে,
আসলো উড়ে নাচলো ঘুরে
শীত-পবনের নায়ে।
ভোরের পাওয়া উতাল হাওয়া
আসে মাতাল বাউয়ে,
শীতের বেলা নাগর দোলা
বনো-বীতির ঝাউয়ে
শীতের বাতাস হয়ে উদাস
নূপুর বাঁধা পায়ে,
মাঠের কোলে সরিষা ফুলে
হলুদ রাঙা গাঁয়ে।
শীতের দিনে আকাশ কোণে
মেঘ-রোদ্দুর ছায়ে,
শীতের বুড়ি অলস থুরি
নাচে পায়ে-পায়ে।
হিম হিম
শীত লেগেছে
শিউল মনজুর
হিম হিম শীত লেগেছে
খেজুর গাছে রস জমেছে,
বটের তলে হাট বসেছে
বুড়ো দাদু চাঁদর পরেছে।
হিম হিম শীত লেগেছে
বাগান জুড়ে ফুল ফুটেছে,
নবীন মাঝি পাল তুলেছে
লম্বা ছুটির ঘণ্টা বেজেছে।
হিম হিম শীত লেগেছে।
খোকার ঘুড়ি আকাশ ছুঁয়েছে,
নদীর জলে ঝাঁপ দিয়েছে
একটি ছেলে মাছ ধরেছে।
হিম হিম শীত লেগেছে
পিঠা বানাবার ধুম পড়েছে,
মিষ্টি রোদে মন মেতেছে
বনের পাখি রঙ মেখেছে।
হিম হিম শীত লেগেছে
মাঠের ধারে সন্ধ্যা নেমেছে,
খোকা-খুকু আগুন জ্বেলেছে
শেয়াল ভায়ের সর্দি পেয়েছে।
শীতের পাখি
তাহমিনা কোরাইশী
ঝাঁকে ঝাঁকে শীতের পাখি
উড়াল ডানায় ভর
এলো এবার দক্ষিণ হাওয়া
শীত সকালের বর।
যদিও মাথায় নেই কো টোপর
নেই কোথায়ও ঢাকা
শীত-সকালে কুয়াশা চাদর
পথঘাটও ফাঁকা।
সবার গায়েই শীত ছুঁয়েছে
তাকে ছোঁবে কে?
ঁেছায়া ছুঁইর এই বেলাতে
গায়ে চাদর দে।
ছোট্ট পাখি করো না শিকার
ওরা অতিথি দেশের
ভালোবেসে যতন কর
ক্ষতি নেই পরিবেশের।
পাখির পালক পাখির গায়ে
শীতকে করে কাবু
স্যুট-সোয়েটার গায়ে পরে
হয়েছি আমি বাবু।
No comments