মজার খবর

বরফ দুর্গ শীতের সৌন্দর্যকে আরও মুগ্ধকর করতে যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হয়েছে একটি বরফ দুর্গ। মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনের আমেরিকা মলের পাশে নির্মাণ করা হয়েছে এ বরফ দুর্গটি। দুর্গটির উপরের অংশ পর্বতের চূড়ার মতো খাড়া।
এ ছাড়া বরফ দিয়ে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি কক্ষ। প্রতিটি কক্ষে অবশ্য চেয়ার নিয়ে একজনের বেশি মানুষ বসতে পারবে না। তবে এটি বিশেষ প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছে, যাতে চার মিলিয়ন গ্যালন পানি বরফে পরিণত করা হয়েছে। পরিকল্পনা মতো বরফরাজি স্তরে স্তরে সাজিয়ে এই কৃত্রিম বরফ দুর্গ নির্মাণ করা হয়েছে। মশা তাড়াবে রেডিও স্টেশন গত বছর বিশ্বের সেরা বিজ্ঞাপনের পুরস্কার পেয়েছে একটি প্রচারণা। এই প্রচারণায় ছিল একটি রেডিও স্টেশন থেকে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করার পাশাপাশি আল্ট্রাসাউন্ড (অতিশব্দ) দিয়ে মশা তাড়ানো। কিন্তু এটা কি আসলেই কাজের? বিজ্ঞানীরা বলছেন, না। এটা খুব সুন্দর ধারণা। কারণ মশা তাড়ানোর জন্য আপনার সুগন্ধি, গ্যাস বা ধোঁয়ার দরকার হচ্ছে না। আর তাই ব্রাজিলের এফএম ব্যান্ড রেডিও স্টেশনের শ্রোতারা মশা তাড়ানোর জন্য কিছুই করেন না। শুধু রেডিওর কাছাকাছি থেকেই মশার কামড় থেকে তারা রেহাই পান। ওই রেডিও স্টেশন গান পরিবেশনের পাশাপাশি উচ্চ তরঙ্গের ১৫ কিলো কম্পাঙ্কের তরঙ্গ প্রচার করছে গত এপ্রিল থেকে। তাতেই নাকি মশারা পালাচ্ছে। কিন্তু এ ধারণাকে ছাইপাশ বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। নেদারল্যান্ডস ম্যালেরিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং ম্যালেরিয়া ওয়েবসাইটের সম্পাদক পতঙ্গবিজ্ঞানী বার্ট নল বলেন, ‘অতিশব্দ মশা তাড়াতে পারেÑ এমন কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।’


ইব্রাহিম নোমান

No comments

Powered by Blogger.