চট্টগ্রামে পেঁয়াজের দাম কমছে, বাজার নিম্নমুখী
বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে খাতুনগঞ্জের আড়তে। ভারতীয় পেঁয়াজের দাম একদিনেই কমেছে কেজিপ্রতি ৩ টাকা। আড়তদাররা জানিয়েছেন, মাঠ থেকে পেঁয়াজ উত্তোলন শুরু হয়ে গেছে। এতে দাম নিম্নমুখী হতে শুরু করেছে।
খাতুনগঞ্জের এক পেঁয়াজ আড়তদার জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৩০ টাকা। শুক্রবার তা নেমে এসেছে ২৭ টাকায়। স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসছে। তবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ি ভাড়ায় প্রভাব পড়লে দামে কিছুটা হেরফের হতে পারে। কিন্তু ঈশ্বরদী, পাবনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ উত্তোলনের পর বাজারজাত হতে শুরু করেছে। ভারতীয় নতুন পেঁয়াজও আমদানি হচ্ছে। এতে পেঁয়াজের মৌসুম শুরু হয়ে যাওয়ায় দাম বাড়ার আর কোন আশঙ্কা নেই। দুয়েক দিনের মধ্যে পেঁয়াজের দর আরও নিম্নমুখী হয়ে যেতে পারে।
No comments