হেরাথের মৃত্যু গুজব!
সিডনিতে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন শ্রীলঙ্কার লেগস্পিনার রঙ্গনা হেরাথ—গতকাল শুক্রবার রাতে এ গুজব বেরোয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে হেরাথের সঙ্গে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চামিন্দা ভাস ছিলেন বলেও খবর বেরোয়। তবে মৃত্যুর গুজবকে পেছনে ফেলে আজ সিডনি টেস্টের তৃতীয় দিনে মাঠে নামেন হেরাথ। ৯৫ রানের বিনিময়ে চারটি উইকেট নেন তিনি। ব্যাট হাতে ৭ রানে অপরাজিত থাকেন।দিনের খেলা শেষে হেরাথের সতীর্থ দিমুথ করুণারত্নে সাংবাদিকদের বলেন, ‘সকালে নাশতা করার সময় খবরটা শুনি আমি। কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, কীভাবে গুজবটা ছড়াল। শ্রীলঙ্কা থেকে অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছিল, হেরাথের অন্ত্যেষ্টিক্রিয়া কখন সম্পন্ন হবে।’
No comments