নকিয়া আনছে ধাতব স্মার্টফোন!
কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করে নতুন ধাতব স্মার্টফোন বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। নকিয়ার নতুন স্মার্টফোনটি লুমিয়া সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সূত্র উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, লুমিয়ার পরবর্তী প্রজন্মের এ স্মার্টফোনটির কোডনাম হবে ‘ক্যাটওয়াক’। নকিয়ার হাই এন্ড বা দামি স্মার্টফোন সিরিজ ‘লুমিয়া ৯২০’-এর পরবর্তী সংস্করণ হবে ক্যাটওয়াক।ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটওয়াক স্মার্টফোনটিতে বর্তমান লুমিয়া ৯২০ স্মার্টফোনের পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি কাঠামোর পরিবর্তে অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহূত হবে। লুমিয়া সিরিজে নতুন দুটি মডেল যুক্ত করবে নকিয়া। এ স্মার্টফোনগুলো হবে অনেক হালকা-পাতলা।
নকিয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটটির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শেষদিকে এই স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া।
অ্যাপলের নতুন আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এ স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া।
প্রসঙ্গত, প্রযুক্তি বিশ্লেষকেদের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ধাতব স্মার্টফোন ছাড়াও নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরিতে কাজ করছে নকিয়া।
No comments