বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ শুক্রবার ধানম-িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।
দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল জলিল এবং সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৯ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ১৯তম সম্মেলনের উদ্বোধন করেন। ২ জানুয়ারি আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
No comments