অক্ষয়-ক্যাটরিনার সাত
এর আগে ছয়বার একই পর্দায় দেখা গিয়েছিল তাঁদের। তবে শেষবার তাঁরা অভিনয় করেছিলেন ফ্লপ ছবি তিস মার খান-এ। তাই নিয়েছিলেন সাময়িক বিরতি।
এবার সপ্তমবারের মতো জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। দক্ষিণের ছবি রামানা অবলম্বনে ছবিটি বানাচ্ছেন এ আর মুরুগাদোস। প্রযোজক হিসেবে থাকছেন সঞ্জয় লীলা বানশালী ও শাবিনা খান। অক্ষয়-ক্যাটরিনা এর আগে বাজিমাত করেছেন সিং ইজ কিং, নমস্তে লন্ডন, ওয়েলকাম ছবিগুলো দিয়ে। ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এবারও দারুণ সাড়া ফেলবে এই জনপ্রিয় জুটি। প্রাথমিক পরিকল্পনা প্রায় গুছিয়ে এনেছেন পরিচালক ও প্রযোজকেরা। এ বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। মিড-ডে।
No comments