শুরু হচ্ছে বাংলাদেশি আইডল
পরীক্ষামূলক সম্প্রচারে আছে এসএ টেলিভিশন। এই চ্যানেলে শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত সংগীতপ্রতিভা অন্বেষণের অনুষ্ঠান আইডলের বাংলাদেশি সংস্করণ—বাংলাদেশি আইডল।
অনুষ্ঠানটির প্রযোজক যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ডেলটা বে। অনুষ্ঠানটিতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন বললেন, ‘আইডল সিরিজের আন্তর্জাতিক মান বজায় রেখেই আমরা বাংলাদেশি আইডলের আয়োজন করব।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২৮ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক বাংলাদেশি আইডল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগীদের নাম নিবন্ধন। চলবে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।
No comments