সীমান্তে বিএসএফের গুলি বন্ধে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মমতা
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অত্যাচার ও গুলিবর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার বিএসএফের এই অত্যাচার বন্ধের জন্য নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রতিবাদপত্র পাঠাচ্ছে।
বিএসএফ ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার। শিগগিরই সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে চিঠি পাঠাচ্ছেন। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী বিএসএফকে এই হত্যাকাণ্ড থেকে বিরত থাকা এবং বিএসএফকে নিয়ন্ত্রণের অনুরোধ জানাবেন।
গত ছয় মাসে সীমান্তে বিএসএফের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত তিন মাসে মারা গেছেন আটজন। নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ রয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সীমান্তে চারজন, মালদহে দুই, দক্ষিণ দিনাজপুরে দুই, উত্তর দিনাজপুরে তিন এবং কোচবিহার সীমান্তে মারা গেছেন পাঁচজন।
গত ছয় মাসে সীমান্তে বিএসএফের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত তিন মাসে মারা গেছেন আটজন। নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ রয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সীমান্তে চারজন, মালদহে দুই, দক্ষিণ দিনাজপুরে দুই, উত্তর দিনাজপুরে তিন এবং কোচবিহার সীমান্তে মারা গেছেন পাঁচজন।
No comments