শিশুর ঘরের সাজসজ্জা
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুর বেড়ে ওঠার জন্য বাবা-মাকে সজাগ থাকতে হবে। শিশুর প্রতিটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। ধরা যাক শিশুর বসবাস করার ঘর নিয়ে।
শিশুর ঘরটি হবে এমন-ফেয়ারি টেলের বইতে দেখা স্বপ্নের রাজ্যের এক টুকরো ছবি। সেখানে দেওয়ালের রঙ হবে স্ট্রবেরি পিংক, রাতের বেলা ঘর অন্ধকার করে দিলে সিলিংয়ে জেগে উঠবে ছোট ছোট তারা। আবার মাঝে মাঝে দেয়ালে আঁকা মিকি মাউস-মিনি মাউস অথবা টম এ্যান্ড জেরিরা এন্টারটেন করবে পুরোদমে। আগেকার দিনে বাচ্চাদের জন্য আলাদা করে একটা ঘর রাখা হবে যেন ভাবাই যেত না। সব ভাইবোনের জন্য বরাদ্দ থাকত সারা বাড়িতে একটা মাত্র ঘর। পড়া হোক অথবা নাচ, গান কিংবা খেলা, সবই চলত ওই একটা ঘরেই। এর মধ্যে আবার দাদা-দাদিদের কোন বন্ধু এসে পড়লে সেই ঘরে ছোটদের একেবারে নো-এন্ট্রি। অগত্যা যেতে হতো মা-বাবার ঘরে। বাচ্চাদেরও যে আলাদা একটা জগত থাকতে পারে যেখানে তারা কোন গল্পে পড়া কোন ফেয়ারি টেল ক্যারেক্টারের থেকে কম কিছু নয়, এ যেন ভাবনার মধ্যেই আসত না। তবে ধীরে ধীরে বদল এসেছে এই চিন্তাতেও। আজকের দিনে অন্দর সাজের একটা গুরুত্বপূর্ণ অংশ বাচ্চাদের ঘর, যা তৈরি করা হয় একান্তই তাদের কথা, তাদের ভাল লাগা, প্রয়োজনকে মাথায় রেখে। তবে বাচ্চাদের ঘরের ইন্টেরিয়র করার সময় একটা কথা সব সময় মাথায় রাখা উচিত। তাদের ঘরে যেন অবশ্যই ব্যবহার করা হয় কোন উজ্জ্বল রঙ এবং সেখানে যেন যথেষ্ট পরিমাণে আলো-বাতাস থাকে। আপনার বাচ্চার যদি বেশি গাঢ় রঙ পছন্দ না হয় সে ক্ষেত্রে ঘরের জন্য বক্স বেডের আইডিয়া কিন্তু মন্দ নয়। ছোট জায়গায় বক্স বেড আদর্শ স্পেস সেভিং কনসেপ্ট তো বটেই সেই সঙ্গে বাচ্চাদের কাছে একটা মজার জিনিসও বটে। বাচ্চাদের ঘরে একটা স্পেশাল ক্যারেক্টার তৈরি করার জন্য আপনার বাচ্চার বিভিন্ন সময়ের ছবি দিয়ে বানিয়ে নিতে পারেন একটা কোলাজ। তবে একটা কথা মনে রাখা দরকার, বাচ্চার ঘরের অন্দর সাজের ক্ষেত্রে সঠিক লাইটিংয়ের ব্যবহার একটি বিশেষ ভূমিকা পালন করে। টিনএজারদের ঘরের ডেকর প্ল্যান করার সময়ে কিন্তু তাদের মতামত, ভালগালা না লাগাটা অনেক বেশি গুরুত্ব পায়। প্রায় প্রত্যেক টিনএজারের ঘরের একটা কমন ফ্যাক্টর সম্ভবত পোস্টার। তা পছন্দের প্লেয়ারেরই হোক কিংবা ফিল্ম এ্যাক্টর অথবা অন্য কোন পছন্দের জিনিস। রিডিং টেবিলটি জানালার পাশে রাখলে ভাল হয়। পড়তে পড়তে গান শোনার অভ্যেস অনেকেরই আছে। তাই বাচ্চাদের ঘরের ইন্টেরিয়রের মূলমন্ত্রই হলো ভাইব্রান্সি, তা সেকালার স্কিমেই হোক অথবা ঘরের থিমে।রিমা
No comments