বগুড়ায় ফ্রিল্যান্স আউটসোর্সিং সেমিনার
বগুড়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স’ বিষয়ে মুক্ত সেমিনার। বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের সহযোগিতায় ছিল বগুড়া জেলা প্রশাসন।
বগুড়া ওপেন সোর্স নেটওয়ার্ক (বিওএসএন) ও নিট আইসিটি-বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, দেশে বর্তমানে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১ দশমিক ৩ কোটি ডলার আয় হচ্ছে। আগামী বছর তা আরও বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে তরুণসমাজকে এ কাজে লাগাতে হবে। সেমিনারে বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এস এম ফেরদৌস আলম, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. আবু তৈয়ব, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, বিওএসএনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বেসিস সেরা ফ্রিল্যান্সার পুরস্কার বিজয়ী আনোয়ার হীরা, ফ্রিল্যান্সার সজীব মিয়া, জেলা জমি অধিগ্রহণ কর্মকর্তা মোছা. ফারহানাজসহ অনেকে। —বগুড়া প্রতিনিধি
No comments