ইসলামী বিশ্ববিদ্যালয়- নতুন উপাচার্য আবদুল হাকিম
আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হাকিম সরকারকে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের অনুমোদন শেষে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আলাউদ্দিনকে ২০০৯ সালের মার্চে উপাচার্য নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কয়েকমাস ধরেই তাঁকে, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীকে অপসারণের দাবিতে কয়েকমাস ধরে আন্দোলন চলছে।
আলাউদ্দিনকে ২০০৯ সালের মার্চে উপাচার্য নিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কয়েকমাস ধরেই তাঁকে, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীকে অপসারণের দাবিতে কয়েকমাস ধরে আন্দোলন চলছে।
No comments