জাতীয় তায়কোয়ান্দো-দ্বিতীয় দিনটি রাজশাহীরপ্র
ট্রাস্ট ব্যাংক জাতীয় তায়কোয়ান্দোর দ্বিতীয় দিনটি ছিল রাজশাহীর। কাল দ্বিতীয় দিনে নিষ্পত্তি হওয়া মোট সোনার সর্বোচ্চ ৪টিই জিতেছেন রাজশাহীর খেলোয়াড়েরা।
এর তিনটি পেয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়। মহিলা বিভাগের সিনিয়রে ৪৬-৪৯ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সালমা, ৫৩-৫৭ কেজিতে মৌসুমী এবং জুনিয়র বিভাগের অনূর্ধ্ব-৫০ কেজিতে পিংকি। সিনিয়র বিভাগে ৫৭-৬২ কেজিতে সোনা জিতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমিনা খাতুন।ভালো করেছেন আনসারের মেয়েরাও। সিনিয়রে ঊর্ধ্ব-৭৩ কেজিতে সুস্মিতা ইসলাম, ৬৭-৭৩ কেজিতে শাহনাজ বেগম, ৬২-৬৭ কেজিতে শ্রাবণী বিশ্বাস সোনা জিতেছেন। জুনিয়রের অনূর্ধ্ব-২৫ কেজিতে সিরাজগঞ্জের রুবাইদা, অনূর্ধ্ব-৩০ কেজিতে কুমিল্লার মিম, ৩০-৩৫ কেজিতে চট্টগ্রামের নুরুন্নাহার, অনূর্ধ্ব-৪০ কেজিতে নরসিংদীর সুবর্ণা ও অনূর্ধ্ব-৫৫ কেজিতে চট্টগ্রামের তানজিলা সোনা জিতেছেন। সিনিয়র বিভাগে অনূর্ধ্ব-৪৬ কেজিতে বিজেএমসির সুইটি ও ৪৯-৫৩ কেজিতে একই দলের রায়না সোনা জিতেছেন। আজ প্রতিযোগিতার শেষ দিন।
পাঠকের মন্তব্য
No comments