ফিরে দেখা- মেট্রো যেন পদ্মার ভাগ্য বরণ না করে! by হামিদ-উজ-জামান মামুন
পদ্মা সেতুর পর ঢাকাবাসীর আর একটি স্বপ্ন হচ্ছে মেট্রোরেল। প্রকল্পটি সম্প্রতি একনেকে পাস হয়েছে। পরদিন সব পত্রিকার কাগজে গুরুত্বের সঙ্গে খবরটি ছাপাও হয়।
এদিন সকালে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে ফুটপাথে বসা হকারের দোকানে পত্রিকা পড়ছিলাম। পাশ থেকে একজন বলে উঠলেন, ভালয়ভালয় মেট্রোরেল তৈরি হলেই ভাল। এর ভাগ্য যেন পদ্মা সেতুর মতো না হয়। সরকারের এ উদ্যোগ তো প্রশংসারই! প্রশ্ন হচ্ছে বাস্তবায়ন নিয়ে।
No comments