মেয়েদের উত্সাহ দিতে অনিল কাপুরের পরামর্শ
মেয়েরা কোনো কাজ করতে চাইলে উত্সাহ দিন। কখনও তাদের নিরুত্সাহী করবেন না।
বলিউডের অভিনেতা অনিল কাপুরের পরামর্শ এটাই।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের অভিনেত্রী সোনম কাপুর ও রেহা কাপুরের বাবা হিসেবে গর্বিত অনিল কাপুর। তাঁর মতে, মেয়েরা আরও ‘নিরাপদ’ কোনো কাজের ক্ষেত্র বেছে নিতে পারত। কিন্তু তাঁরা বলিউডের কঠিন জগতে পা রাখতে চাইলে আমি বাধা দিইনি। বরং উত্সাহ দিয়েছি। তারা যা করতে চেয়েছে সে কাজকে উত্সাহ দিয়েছি।
প্রসঙ্গত, বলিউডের চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেছেন সোনম কাপুর আর রেহা কাপুর কাজ করছেন ফ্যাশন ডিজাইনার হিসেবে।
অনিল কাপুর আরও বলেন, অল্প বয়সেই তার মেয়েরা কাজ শুরু করলেও এখনও তারা শিশুদের মতোই মজা করে। তারা অযথা সময় নষ্ট না করে কাজ শুরু করতে চাইলে আমি বাধা দেইনি। বরং তাদের সব কাজকে উত্সাহ দিয়ে গেছি। মেয়েদের বড় হওয়ার জন্য সব সময় উত্সাহ প্রয়োজন বলেই মনে করেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের অভিনেত্রী সোনম কাপুর ও রেহা কাপুরের বাবা হিসেবে গর্বিত অনিল কাপুর। তাঁর মতে, মেয়েরা আরও ‘নিরাপদ’ কোনো কাজের ক্ষেত্র বেছে নিতে পারত। কিন্তু তাঁরা বলিউডের কঠিন জগতে পা রাখতে চাইলে আমি বাধা দিইনি। বরং উত্সাহ দিয়েছি। তারা যা করতে চেয়েছে সে কাজকে উত্সাহ দিয়েছি।
প্রসঙ্গত, বলিউডের চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেছেন সোনম কাপুর আর রেহা কাপুর কাজ করছেন ফ্যাশন ডিজাইনার হিসেবে।
অনিল কাপুর আরও বলেন, অল্প বয়সেই তার মেয়েরা কাজ শুরু করলেও এখনও তারা শিশুদের মতোই মজা করে। তারা অযথা সময় নষ্ট না করে কাজ শুরু করতে চাইলে আমি বাধা দেইনি। বরং তাদের সব কাজকে উত্সাহ দিয়ে গেছি। মেয়েদের বড় হওয়ার জন্য সব সময় উত্সাহ প্রয়োজন বলেই মনে করেন তিনি।
No comments