আজ জেমস, সনু নিগম ও শাফকাতের গান
বাংলাদেশের নগরবাউল-খ্যাত জেমস, ভারতের সনু নিগম ও পাকিস্তানের শাফকাত আমানত আলী—তিন দেশের এই তিন তারকাকে আজ একসঙ্গে দেখা যাবে ‘ট্রাই নেশন মেগা ফেস্টিভ্যালের’ মঞ্চে।
বিশেষ এই সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। ঢাকার আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। গেট খুলবে বেলা একটায়। অনুষ্ঠানে নিজেদের পছন্দের এবং জনপ্রিয় গানগুলোর পাশাপাশি উপস্থিত ভক্ত-শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন জেমস, সনু নিগম ও শাফকাত। গ্রামীণফোনের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স তাহমীদ আজিজুল হক বলেন, ‘স্টার গ্রাহকদের জন্য বিভিন্ন সময় নানা অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন। “ট্রাই নেশন মেগা ফেস্টিভ্যাল” তারই একটি অংশ।’
No comments