ফাহাদের জন্য আইপ্যাড
আইপ্যাড পাচ্ছে বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান।
প্রথম আলোর খেলার পাতায় পরশু ফাহাদের সাক্ষাৎকার ছাপা হওয়ার পর তাকে একটি আইপ্যাড দিতে চাইছে ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কাল ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, ‘ছেলেটা প্রতিভাবান। কিন্তু পত্রিকার মাধ্যমে জানলাম, ওর কোনো আইপ্যাড নেই। ওকে একটি আইপ্যাড দিলে ভবিষ্যতে আরও ভালো দাবা খেলতে পারবে। আশা করি, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই ওর হাতে আমরা এটি তুলে দিতে পারব।’ প্রসঙ্গত, দিল্লিতে গত সপ্তাহে শেষ হওয়া এশিয়ান স্কুল দাবার অনূর্ধ্ব-৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফাহাদ রহমান।
No comments