ক্রিকেট দলের পাকিস্তান সফর-‘চিন্তায়’ ক্রিকেট বোর্ড
ভাবনায় নতুনত্ব আছে। আছে অনেক সম্ভাবনাও। তবে নতুন টুর্নামেন্টের উদ্বোধন সেই পুরোনো পথেই।
কিছু বেলুন উড়িয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উদ্বোধন করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। বোর্ডের পালাবদলের মধ্যেও এই টুর্নামেন্ট মাঠে গড়ানো, দ্রুত সময়ে বিপিএলের জটিল কিছু সমস্যার সমাধান নিয়ে তৃপ্তি শোনা গেল বোর্ডপ্রধানের কণ্ঠে। তবে এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে কথাই বলতে চাইলেন না শুরুতে। এটা অবশ্য স্বীকার করলেন, সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে ‘চিন্তায়’ আছে বোর্ডও।পাকিস্তানে যাওয়া না-যাওয়া নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই। কিছুদিন আগে বলা হয়েছিল সপ্তাহ খানেকের মধ্যে জানা যাবে চূড়ান্ত কিছু। কাল বোর্ড সভাপতি সেটিকে কমিয়ে আনলেন দু-এক দিনে, ‘অফিশিয়ালি কিছু বলার সময় হয়নি। এ মুহূর্তে আমি কমেন্ট করতে পারছি না। তবে দু-এক দিনের মধ্যেই করব, খুব সম্ভবত রোববার আমরা বসব। আসলে আমরাও বেশ আলাপ-আলোচনা করছি। আশা করছি, দু-এক দিনের মধ্যেই কিছু একটা জানাতে পারব।’
চূড়ান্ত সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে হয়তো সরকারের উচ্চপর্যায়ের মতামতও। কদিন আগেই ক্রীড়ামন্ত্রী আহাদ আলী সরকার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গেও সোজা ব্যাটে খেললেন নাজমুল হাসান, ‘আমি বাইরে থেকে পরশু এসেছি দেশে। সব আসলে জানি না। তবে সরকার সব সময় তাদের সিদ্ধান্ত তো জানাতেই পারে। বিশেষ করে মন্ত্রী মহোদয় নিজেও ক্ষমতা রাখেন আমাদের পরামর্শ দেওয়ার। আমরা আসলে এখন পর্যন্ত জোর গলায় কিছু বলতে পারছি না। আমরাও চিন্তায় আছি। এ মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না। আমরা নিজেরাই চিন্তা করে ঠিক করার চেষ্টা করছি যে কী হচ্ছে সামনে। আমার মনে হয়, তার পরই বলাটা ঠিক হবে।’
No comments