জাহিদ ও সাব্বিরের সিরিজ নাটক ‘গ্রেট মিসটেক’
কাল থেকে প্রতি শনিবার রাত নয়টায় চ্যানেল টুয়েন্টিফোরে শুরু হচ্ছে এক ঘণ্টার সিরিজ নাটক ‘গ্রেট মিসটেক’।
এ নাটকের প্রতিটি পর্বে আলাদা গল্প থাকলেও প্রতিটি গল্পেই নিয়মিতভাবে দেখা যাবে জাহিদ হাসান ও মীর সাব্বিরকে। এতে জাহিদ হাসান ও মীর সাব্বির ভিন্নধর্মী চরিত্রে হাজির হবেন।‘গ্রেট মিসটেক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী ইমরান। সিরিজটি ধারাবাহিকভাবে প্রচার করা হলেও এর প্রতিটি পর্ব তৈরি হচ্ছে আলাদা গল্প নিয়ে। গল্পগুলো আবর্তিত হবে ‘গ্রেট মিসটেক’কে ঘিরে। আর প্রথম পর্বটি সাজানো হয়েছে একজন চেয়ারম্যানের নির্বাচনকে ঘিরে। এ পর্বটির নামও রাখা হয়েছে ‘ইলেকশন’। এ পর্বের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, মিমো ও তুষার খান।
চ্যানেল টুয়েন্টি ফোর সূত্রে জানা যায়, নাটকটির প্রতিটি পর্বই নির্মাণ করা হচ্ছে মজার মজার সব ঘটনা নিয়ে।
No comments