ভারতে অপরাধের মধ্যেবেশিবেড়েছে ধর্ষণ
ভারতে গত চার দশকে অন্য যেকোনো বড় অপরাধের তুলনায় ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হারে বেড়েছে। বেশির ভাগ ধর্ষণের ঘটনায় অপরাধীর শাস্তি না হওয়ায় এ ব্যাধি বেড়েই চলেছে।
নয়াদিল্লিতে সম্প্রতি চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের পর লজ্জাজনক এ অধ্যায় আবার সামনে চলে এসেছে। আলোচনায় উঠে এসেছে ধর্ষণসহ নারীর বিরুদ্ধে যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে বিদ্যমান আইনের দুর্বলতা।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ১৯৭১ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮৭৩ দশমিক ৩ শতাংশ হারে ধর্ষণের ঘটনা বেড়েছে। ১৯৭১ সালে দুই হাজার ৪৮৭টি ধর্ষণের ঘটনার বিপরীতে ২০১১ সালে ২৪ হাজার ২০৬টি ঘটেছে। অথচ ১৯৫৩ থেকে ২০১১ সাল—এই ছয় দশকে হত্যার মতো অপরাধ বেড়েছে ২৫০ শতাংশ।
ধর্ষণের রাজধানী’ হিসেবে আগে থেকেই কুখ্যাতি আছে দিল্লির। ২০১১ সালে ৫৭২টি ধর্ষণের ঘটনা ঘটেছে এই রাজ্যে। তবে গত বছর সবচেয়ে বেশি (তিন হাজার ৪০৬টি) ধর্ষণের ঘটনা ঘটে মধ্যপ্রদেশে। একই বছর পশ্চিমবঙ্গে দুই হাজার ৩৬৩টি, উত্তর প্রদেশে দুই হাজার ৪২টি, রাজস্থানে এক হাজার ৮০০টি, মহারাষ্ট্রে এক হাজার ৭০১টি, আসামে এক হাজার ৭০০টি ও অন্ধ্র প্রদেশে এক হাজার ৪৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
৫৩টি শহরে এনসিআরবির জরিপে উঠে এসেছে, নারীদের বিরুদ্ধে সব অপরাধের ক্ষেত্রে দিল্লিই (১৩ দশমিক ৩ শতাংশ হারে চার হাজার ৪৮৯টি) এগিয়ে। টাইমস অব ইন্ডিয়া।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ১৯৭১ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮৭৩ দশমিক ৩ শতাংশ হারে ধর্ষণের ঘটনা বেড়েছে। ১৯৭১ সালে দুই হাজার ৪৮৭টি ধর্ষণের ঘটনার বিপরীতে ২০১১ সালে ২৪ হাজার ২০৬টি ঘটেছে। অথচ ১৯৫৩ থেকে ২০১১ সাল—এই ছয় দশকে হত্যার মতো অপরাধ বেড়েছে ২৫০ শতাংশ।
ধর্ষণের রাজধানী’ হিসেবে আগে থেকেই কুখ্যাতি আছে দিল্লির। ২০১১ সালে ৫৭২টি ধর্ষণের ঘটনা ঘটেছে এই রাজ্যে। তবে গত বছর সবচেয়ে বেশি (তিন হাজার ৪০৬টি) ধর্ষণের ঘটনা ঘটে মধ্যপ্রদেশে। একই বছর পশ্চিমবঙ্গে দুই হাজার ৩৬৩টি, উত্তর প্রদেশে দুই হাজার ৪২টি, রাজস্থানে এক হাজার ৮০০টি, মহারাষ্ট্রে এক হাজার ৭০১টি, আসামে এক হাজার ৭০০টি ও অন্ধ্র প্রদেশে এক হাজার ৪৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
৫৩টি শহরে এনসিআরবির জরিপে উঠে এসেছে, নারীদের বিরুদ্ধে সব অপরাধের ক্ষেত্রে দিল্লিই (১৩ দশমিক ৩ শতাংশ হারে চার হাজার ৪৮৯টি) এগিয়ে। টাইমস অব ইন্ডিয়া।
No comments