কাল শেষ হচ্ছে ‘বিসিএস ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’
আগামীকাল ২৯ ডিসেম্বর শেষ হচ্ছে পাঁচ দিনের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ মেলার আয়োজক।‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে তথ্যপ্রযুক্তির এ প্রদর্শনীতে ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ৯০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন রয়েছে।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলেই রয়েছে প্রচুর দর্শনার্থীর ভিড়। মেলায় চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাড়। ল্যাপটপ, ট্যাবলেটসহ নানা প্রযুক্তিপণ্যের প্রতি তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি।
প্রদর্শনীর প্রবেশমূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা মূল্যে প্রদর্শনীতে ঢুকতে পারছেন। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
মেলার ঘুরতে আসা তরুণদের অনেকেই বলেন, ‘দারুণ জমেছে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড। মেলায় সাশ্রয়ী দামের ল্যাপটপ থেকে শুরু করে আধুনিক অনেক প্রযুক্তিপণ্য পাওয়া যাচ্ছে। প্রযুক্তিপণ্য কেনা আর অভিজ্ঞতা লাভের জন্যই এখানে আসা।’
No comments