পাসের হারে সারা দেশে বরিশাল শিক্ষা বোর্ড সেরা
এবারের জেএসসি পরীক্ষায় সারা দেশে পাসের হারের দিক দিয়ে বরিশাল সবচেয়ে ভালো ফলাফল করেছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার বরিশাল বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৮২।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর বরিশালে পাসের হার বেড়েছে দশমিক ৬৯ শতাংশ। গত বছরের চেয়ে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮৮৬ জন। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৮২ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৮৮৬ জন। এ বছর এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ১৮২ জন। এর মধ্যে ছেলে ৩৯ হাজার ৮৮৮ এবং মেয়ে ৪২ হাজার ২৯৪ জন। উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ১০১ জন। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৩ এবং মেয়েদের ৯৩ দশমিক ৯৯। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এক হাজার ৩৪৭ জন ছেলে এবং এক হাজার ৮২৫ জন মেয়ে।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয় সমাপনীতে যেমন ভালো করেছিল, তেমনি জেএসসিতেও ভালো করেছে। আমাদের বিভাগ পাসের হারে সেরা হয়েছে। এই অর্জন নিঃসন্দেহে আনন্দের।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড ও শিক্ষকদের আন্তরিকতায় আমরা সারা দেশে সবচেয়ে বেশি পাসের হার অর্জনে সক্ষম হয়েছি। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয় সমাপনীতে যেমন ভালো করেছিল, তেমনি জেএসসিতেও ভালো করেছে। আমাদের বিভাগ পাসের হারে সেরা হয়েছে। এই অর্জন নিঃসন্দেহে আনন্দের।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড ও শিক্ষকদের আন্তরিকতায় আমরা সারা দেশে সবচেয়ে বেশি পাসের হার অর্জনে সক্ষম হয়েছি। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
No comments