সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন চীনের মো ইয়ান
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেলেন চীনের মো ইয়ান। তিনি তার লেখায় কল্পকাহিনী, ইতিহাস ও সমসাময়িক প্রসঙ্গের সঙ্গে বাস্তবতার সমন্বয় ঘটিয়েছেন। তার এ সৃষ্টিকর্মের জন্য নোবেল কমিটি প্রশংসা করেছে। আজ এ পুরস্কার ঘোষণা করেছে সুইডেনের নোবেল কমিটি।
গত বছর এ পুরস্কার পেয়েছিলেন সুইডেনের কবি টমাস ট্রান্সট্রোয়েমার। সাহিত্যের আগে এ বছর যতগুলো নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে তার সব ক’টিই যৌথভাবে পেয়েছেন দু’জন করে। কিন্তু সাহিত্যে মাত্র একজন মো ইয়ান এ পুরস্কার পেলেন। ফলে তাকে পুরস্কারের অর্থ ৮০ লাখ সুইস ক্রোনার কাউকে ভাগ দিতে হবে না। এ নিয়ে পর পর দু’বছর চীন নোবেল পুরস্কারে ভূষিত হলো। গত বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন লিউ সিয়াওপো।
তিনি শান্তিতে নোবেল পুরস্কার জিতলেও এখনও পর্যন্ত রয়েছেন জেলে। আগামী ১০ই ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে মো ইয়ানের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
No comments